আষাঢ়ের আকাশে সাদা মেঘে ঢাঁকা।
বাহিরে বের হলে হাতে লাগে ছাতা।
হঠাৎ ঝুম ঝুম নেমে যায় বৃষ্টি।
এটা তো প্রকৃতির অপরূপ সৃষ্টি।।
আকাশের মেঘ যখন পৃথিবীতে পরে।
মেঘটাকেই তখন সবাই বৃষ্টি বলে।
বৃষ্টিতে ভেজার মাঝে আছে অনেক সুখ।
বেশি ভিজে নিলে হয়ে যায় অসুখ।।
বৃষ্টি নেমে গেলে ভিজে হই সাড়া।
রাস্তার মাঝখানে আমি একেলা।
অবিরাম বৃষ্টিতে হয়ে যায় বন্যা।
মাঠ ঘাট ডুবে যায়।
হাওড় পারের মানুষের-----
বেড়ে যায় কান্না।।
== সমাপ্ত==