আষাঢ় মাসে পাহাড়ি ঢল
আসে যখন দেশে,
পানিতে সব ডুবে গিয়ে
বন্যা হবে শেষে।
নদী নালা মাঠে ঘাটে
অথৈ জলের খেলা,
কখন যেনো বন্যা হবে
তাই বানাচ্ছে ভেলা।
বন্যা হলে ঘর বাড়িতে
পানি থৈ থৈ করে,
খাদ্যের দায়ে কত প্রাণি
অকালে যায় মরে।
মানুষগুলো বাঁচার জন্য
আশ্রয় কেন্দ্রে যাবে,
অন্যকিছু পাবে না তাই
শুকনো খাবার খাবে।