আকাশ ভরা তারার মেলা
চাঁদ সূর্য করছে খেলা,
সৃষ্টি কর্তা আছেন বসে
মহাবিশ্বের দূর আকাশে।

তাকে যদিও দেখতে না পাই
সৃষ্টির মধ্যেই আছেন যে সাঁই,
নিয়ম মাফিক চলছে সবাই
খুঁজলে আমরা তার প্রমান পাই।

আমরা ছুটছি কিসের পিছু?
কোথায় উচু কোথায়ও নিচু,
মানছি নাতো কোনো কিছু
আমকে আমরা ভাবছি লিচু।

যতই বেশি ভাববে তুমি
খুঁজে পাবে অর্ন্তযামী,
বিশ্বাস থাকলে অন্তরেতে
খুঁজে পাবে সব জায়গাতে।