বৈশাখের মাঠে ঘাটে ধান আর ধান
কৃষকের মুখে থাকে হাসি আর গান।
বৈশাখের আকাশে মেঘ দিলে দেখা
কৃষকের কপালে আসে চিন্তার রেখা।
এই বুঝি শুরু হবে কাল বৈশাখী ঝড়
ধ্বংস করে যাবে ক্ষেতের ফসল।
হঠাৎ করে যদি নদীতে বাড়ে জল
এটাও কৃষকের জন্য চিন্তার কারন।
যতদিন ক্ষেতে, থাকে পাঁকা ধান
ততদিন হয় না কৃষকের চিন্তার অবসান।
সবকিছুর পর যখন ধান আসে ঘরে
কৃষকের মন তখন শান্তিতে ভরে।।
♥সমাপ্ত♥