বাবুই পাখি কষ্ট করে
বুনে তাদের বাসা,
থাকবে সেথায় মিলেমিশে
তাই সকলের আশা।
কষ্ট করে যদিও থাকে
তবুও থাকে সুখে,
কষ্ট করে বেঁচে থাকলে
সাহস থাকে বুকে।
ঝড় তুফানে যদিও ভাঙ্গে
তাদের স্বপ্নের বাসা,
নতুন করে গড়ে তুলে
নিয়ে বাঁচার আশা।
স্বাধীন ভাবে বেঁচে থাকার
স্বপ্ন নিয়ে চোখে,
কষ্ট করে বাসা বুনে
থাকবে সেথায় সুখে।
ঝড় বৃষ্টিতে ছুঁটছে তারা
ক্লান্তি নাহি কিছু,
তারাই যেনো শৈল্পিক কারিগর
কোনো টান নাই পিছু।