কাব্যগুনের ধার ধারি না
লিখছি আমি যা খুশি তা,
আজে বাজে যা-ই লিখছি
হয়ে যাচ্ছে সব কবিতা।
দু'চারটা লাইন লিখতে পারলেই
হয়ে যায় না তবেই কবি,
কবি হওয়ার জন্য তো চাই
সুস্থ চিন্তার প্রতিচ্ছবি।
কবি হওয়ার যোগ্যতাটা
নাই তো আমার এক্কেবারে,
লিখার জন্য দায়িত্বটা
পড়ে গেল আমার ঘাড়ে।
লিখবো আমি যখন খুশি
মনের মধ্যে যা-ই আসে,
প্রকৃতি আর অসংগতি
যা-ই পাবো চারিপাশে।
লিখতে লিখতেই হয়ে যাবে
ছোট্ট একটা কাব্যগ্রন্থ,
আস্তে আস্তে শিখে যাবো
কবিতা লিখার সকল মন্ত্র।