নদীর পাশে ছোট্ট এক গ্রাম
শতেক খানেক বাড়ি,
ঘরগুলো তার টিনের চালার
আছে সারি সারি।

এই গ্রামের সব ছেলে মেয়ে
মিলেমিশে চলে,
নদীতে মাছ ধরে তারা
অবসরে খেলে।


নদীর পাড়ে সাদা কাঁশবন
আছে তরু লতা,
বিকেল বেলা নদীর পাড়ে
বসে জমে কথা।

চৈত্র, বৈশাখ মাসে নদীর
পানি নামে তলায়,
পানির কষ্টে গ্রামের মানুষ
থাকে বড় জ্বালায়।

গ্রামের সবাই সুখে দুঃখে
থাকে সবার পাশে,
পাশের ভাইটি সুখে থাকলে
অন্য ভাইটি হাসে।