তোমার কি মনে আছে সেদিনের কথা?
মুখে এক আকাশ পরিমাণ হাসি!
অথচ হৃদয় ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে বিচ্ছেদ যন্ত্রণায়।
তুমি চলে গেলে।
তারপর রয়ে গেলো কিছু পুরনো স্মৃতি!
ডাইরীর পাতা উল্টিয়ে দেখা কিছু গল্প, কিছু কবিতা।
রয়ে গেলো কিছু কথা–
যেগুলো এখনো পায়নি কবিতার মর্যাদা!
কিংবা এখনো হয়নি কোনো গল্পকারের গল্প!
তুমি চলে গেলে।
তারপর রয়ে গেলো রাতের আকাশ,
রয়ে গেলো তারার হাসি, অন্ধকারের হা-হুতাশ।
ঝর্ণার গান, সাগর নদীর পাড়ে ঠিকই আছড়ে পড়লো ঢেউ!
গোলাপের সুভাষ, রূপ রয়ে গেলো শিউলি, শেফালীর।
চাঁদের আলো বা বাতাসের গান, তাও রয়ে গেলো।
শুধু চলে গেলে তুমি।