হ্যাঁ, তার কথায় বলছি!
সে আমার বিদেশিনী।
যার ভাবনায় মগ্ন আমি
সাগর সাগর দুঃখ কিনি!
যার রূপেতে মুগ্ধ হলাম
দগ্ধ হলাম পুড়ে,
তার আঙিনায় পুষ্প দিলাম
বিভোর মধুর সুরে।
রূপ-কুমারী উদাসিনী
উদাস হুতাশ বায়ে,
অচিনপুরের নূপুর বাজে
তাহার চপল পায়ে।
যার চোখে'তে বিনাশ ছিলো
ধ্বংস আমার লেখা,
তার কেশে'তেই শিউলি দিলাম
পেরিয়ে সীমা-রেখা!
দিবস গেলো বিবস হলো
যার কারণে নিশীথিনী,
তারই কথা বলছি আমি
সে-ই আমার বিদেশিনী!