কিগো মেয়ে!
রাগ করলে নাকি?
বিবস কেন মুখ তোমার
শ্রান্ত কেন আঁখি?
আমার বুকের মধ্যিখানে
তোমার তরে ঘর
তা ছাড়িয়া বোকা মেয়ে
হইলি কেন পর?
রূপসী তোর রূপের ঝলক
পলক নাহি পড়ে,
তোমার লাগি মন বিবাগী
বসে না আর ঘরে!
চপল মেয়ে, উৎপল সম–
কোমল হৃদয়ের রাণী,
আমার হৃদয় উপড়ে লিখি
তোমার রূপের বাণী!
কাঙাল আমি কি ছিলো আর
শুধুই তুমি বিনে?
তুমিও দিলে সেই তো ফাঁকি
সুখ নিলে কিনে!
সর্বহারা কঠিন আমি
আজও তোমায় খুঁজি,
বিধির বিধান পায়ে পিষে
আমার রূপসীকেই পূজি!