ডুবে যায় ইসলাম! নেই সেই কান্ডারী!
তব তরে কাঁদে মন গাই গান তার-ই।
জালিমে ছেয়ে গেলো দুনিয়ার দশদিক
তুমি হারা দুনিয়া দেয় কারে শত ধিক?

জিঞ্জির বাঁধা ফিনকির রক্ত,
জামানার মাসিহা জালিমের ভক্ত!
মেহেদী ঈসা যে আসেনি এখনও
কিয়ামত ছেয়ে যাবে অপেক্ষায় তখনও!
আশা যতো বুকে বাঁধা–
মজলুমের নীরবে কাঁদা।
আসু লহু ঝরে যায়, দোষ কি বখতের?
বৃথা যেনো আগমন জোশ হীন রক্তের!
তাই দেখো ফরিয়াদ খোদার দরবারে–
‘নুয়ে গেছে পিঠ পাপের জোর ভারে!
কোথা প্রভু সেদিনের উন্মাদ উমর
হুঙ্কারে ত্রস্ত অরি, প্রেত, প্রান্ত সমর!
খুন জোশি উন্মাদ দাও প্রভু ফের
রাঙা রবে রক্তে খুন খেকো শমশের ’!

আপনি ঘোরে সময়ের চাকা
দিলে দিলে তবুও রয়ে গেলো আঁকা।
ন্যায় আর ইনসাফে দুনিয়া ভেসে যায়
মোরাও আটখানা বসে আজও সেই আশায়!
গুনি দিন তুমি হীন–
আশা জাগে হৃদয়ের মিনারে জাররা ক্ষীণ।
সহসা কি রে দমকা হাওয়া,
দেখি আশার প্রদীপের নিভে যাওয়া।
সবকিছু শেষ আজ মোনাজাত ছাড়া
তাই লয়ে বেঁচে আছি হিম্মত হারা।
তুমি এসো ফের সখা মোনাজাত করি আজ,
ছড়িয়ে দাও ইনসাফ, ন্যায় নীতির দৃপ্ত রাজ!