অবুঝ হৃদয় তখনও বোঝেনি
ভালোবাসার মানে
তাই দূর হতেই চেয়ে গেলাম
কত শত নীরব অভিমানে।
রাত্রি যখন গভীর হয়
তারকা আকাশ জুড়ে,
তোমায় ভেবে লিখতে থাকা
এই আমি অন্তঃপুরে!
জ্বলছি তখনও বোঝেনি কেউ
তুমিও ছিলে না কাছে,
তোমায় ছাড়া এই দুনিয়ায়
বলো, আমার কে আর আছে?
সন্ধ্যা উদাস শিউলি তলে
যখন মগ্ন আমি
তুমি তখন অনেক দূরে
হয়তো তখন অনেক দামী!