নক্ষত্র'রা জেগে থাকে
চেনা শহর অচেনা মানুষ সবকিছু
ঘুমিয়ে গেলেও নক্ষত্র'রা জেগে থাকে।
তুমিও ঘুমাও আবেশি হয়ে
হৃদয়ের অপূর্ণ ইচ্ছেগুলো
তখন তোমার পানে স্বপ্ন সেজে!
হাতছানিতে ডাকবে যখন
তখন একাকী আমি বিবাগী মন
আবেগের গল্প জ্বলবে,
রাত জাগা নক্ষত্রের সাথে
আমার বিরহের গল্প চলবে।
কান্না রবে কন্ঠ চাপা
দীর্ঘশ্বাস ফেলে বলে দিবো তখন
আমিও কখনো ভালোবেসে ছিলাম!
আমার জীবনেও ছিলো তাদের মতো
রাত জাগা অনেক গল্প।