অত্যাচারীর হাত দুটো আজ
দে না তোরা ভেঙে!
একাত্তরের রক্ত সূর্য
আবার উঠুক রেঙে।
মোরা রক্ত দিতে শিখেছি যখন
রক্ত দিয়েই লড়বো,
জুলুমের সব শিকল ছিঁড়ে
সোনার বাংলা গড়বো।
কলমের কালি শহীদের লহু
রাজপথ হয়েছে লাল!
বাহান্নটা ফিরে এলে তবে
হাতে নে তরোয়াল।
এটা সোনার বাংলা
এখানে থাকবে না কোনো কোটা,
মেধাবীরা-ই দেশ শাসিবে
ছড়িয়ে আলোক ছটা!