ওরে ঐ প্রাতে কি ঝড় তার শাখা দিয়াছে মেলি ?
উঠেছে রণেশ ডঙ্কা হাতে, ঢাল দিয়াছে ফেলি ।
রক্ত যেন অগ্নি তরঙ্গ
ছোটে ছাড়ি শত শত বঙ্গ !
ঐ বঙ্গ মায়ের সন্তান যে আজ কৃপান দিয়াছে হেলি,
ফেলেছে পায়ে মিথ্যার বশে কি ওই সত্য দিলো ঠেলি ?

রাঙা প্রাতে ডাঙা নেই ডুবিয়া মোরা যাই মরি,
ঝড়ের মাঝে অসহায় সে কি? ডুবিয়া যায় তরী।
তার মাঝে কে এলি?
ঝড়ের মতো চরণ ফেলি।
আঘাতে প্রভাত আসেনা আর আঁধারে ডুবিয়া ডরি,
ঝঞ্ঝা আসে রাঙা পায়ে বঙ্গে আবার নতুন করি।

বঙ্গের মাঝে অকালে ওকি আবার আসে ঝড়?
লাশের স্তূপে বিস্ফোরণ, সেইখানে আবার নবীন-কর।
সেই ঝড়ে আবার স্মরি,
স্মরণে সবাই যাই মরি।
মরণের ভয় গ্রাসিয়া খায় হেরিনে ঝড়ের রাজ কবর
বঙ্গের সন্তান ডরে যায়! মরার আগেই ওরে মর!