যখন আকাশ ভেঙে অবিরাম বৃষ্টি নামে
ঠিক তখনই এ চিঠিটা পাঠালাম তোমার ধামে।
জানি, তুমি অবিচল অভিমানী এক রাশ অভিমানে
দাঁড়িয়ে আছো খিঁড়কির পাশে বিচলিত প্রাণে!
আমার অবুঝ অভিমানী! কত অভিযোগ তোমার!
বোবা পাখির অশ্রু বিসর্জন যেন মৃত্যু অপেক্ষার!
আহা! সে কি হলো না আজও বলা? অভিমান, অভিযোগ।
বিরহের গাঁথুনি বেণিতে বাঁধি শুধুই কষ্ট ভোগ!
সবই কি রয়ে গেলো তমসার খাতায় জমা?
নিবেদিতা তুমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করো ক্ষমা।
অতীতের মতো কঠিন ক্ষত দগদগে ঘা যা কিছু
যেন অভিশাপ হয়ে নেয় না আর পিছু!
তাই এই বৃষ্টির কান্না চিঠির অক্ষর হয়ে তোমার কাছে
পৌঁছে যাক ভাঙি তোমার মনের দুঃখ যতো আছে!!