জালিমের ঐ কারাগার
কর একাকার বজ্র হাতে!
জ্বালাতে বন্দিশালা
আগুন জ্বালা নয়ন পাতে!

জালিম-রাজ করছে শাসন
ধ্বংস নাশন বিনাশ তালে,
দ্বীন দুখি মরছে তারি
আহাজারি শুনছি কালে!
যদি আসে দুখের তরী
বৈরী অরি লড়বো সাথে।

দেশের যতো বন্ধু আছে
সবার পাছে স্বার্থ লয়ে,
দিবানিশি করছে উদাম
ভরছে গুদাম সব সময়ে!
তারা-ও নাকি শুনছি এবার
ছিলো আবার বীরের জাতে!

ভিরু আর হিজড়ে দিয়ে
ধর্ম নিয়ে এ কি দশা!
পরাজয় মানতে নারাজ
করুণ সমাজ লাঙল চষা!
হাসি যে পায় দু'বেলা
ওদের খেলা দেখলে না'তে!