গাহি গান সাম্যের তরে–
যুগে যুগে শ্রমিক মালিক কেন এতো ব্যবধান করে?
সৃজিতে ধরা মনোহরা মনোহর রূপ ফেলি
বিভৎস শ্রমিকের লেবাসে যারা চক্ষু দিলো মেলি!
তাদের তরেই উৎসব হোক এই বাংলার ঘরে ঘরে,
গাহি গান সাম্যের তরে।
আন্দোলন আর সংগ্রামের ইতিহাসে পাতায় পাতায়,
পদচিহ্ন এঁকে বেঁকে দুমড়ে মুচড়ে যারা ঝলসে যায়!
খালি পা উদাম দেহ গেহতে হয় না স্থান–
মরছে লড়েছে ভেঙেছে প্রাসাদ তবুও করেনি প্রস্থান।
আজ ব্যস থাম! জয়ভেরী বাজে দিক দিগন্তে,
শুরু হোক নতুন করে প্রবীণের অন্তে।
শ্রমিকের ঘাম বড়ই দাম! শুধিতে আমরা শেষ–
তাদের রক্ত ঘাম করা জলে গড়ে উঠুক সোনার বাংলা দেশ!!