বৃষ্টি বলতে আমি তোমাকেই বুঝি–
শ্রাবণ আঁধার মেঘ সরিয়ে তোমাকেই খুঁজি।
বাদল ঘিরে আসলে ধরায়
হৃদয় যেন ব্যাকুল হওয়ায়–
একলা একা ঘরে বসে, একাকীত্বের সাথে যুঝি,
বৃষ্টি বলতে আমি তোমাকেই বুঝি!
সন্ধ্যা লগন সমীরণ বয়, শিহরণ জাগে দেহে
একি সুখ দেয় দোল! কেউ নেই গেহে–
একাকী আমি তোমায় ভেবে,
তুমি কি আমায় কাছে নেবে?
কল্পনাতেই স্বপ্ন আঁকি, যত্ন করে পূজি;
বৃষ্টি বলতে আমি তোমাকেই বুঝি!
শ্রাবণ ধারায় বৃষ্টি বিলাস উদাস আকাশ যেন
মলীন হয়ে বিলীন আজি, এমন কেন?
প্রশ্ন জাগে হৃদয়-কোণে
তুমি এখন হয়তো মনে–
স্বপ্ন সাধেই আমাকে ছাড়া, অন্য কারে করছো পুঁজি।
বৃষ্টি বলতে আমি তোমাকেই বুঝি!
আমি তোমার মনের ঘরের একটি কোণে
থাকতে নারাজ, তাইতো শ্রাবণ আন্দোলনে–
তোমার হৃদয় সব'টা আমার,
এই তো চাওয়া অপূর্ণতার!
বৃষ্টির দিনে তাইতো তোমায়, নতুন করে নিলাম খুঁজি,
বৃষ্টি বলতে আমি তোমাকেই বুঝি!