বর্তমান সময়টা–
খুব একটা ভালো যাচ্ছে না।
শহুরে জীবন মানে
পুরোটাই টাকার উপর দাঁড়িয়ে থাকা!
ঘরে বাবা অসুস্থ দীর্ঘদিন যাবৎ
মায়ের চাকুরী নেই।
একদিকে যেমন বাবার ঔষধের জন্য
প্রতিনিয়ত জলের মতো টাকা চলে যাচ্ছে!
অন্যদিকে সংসারের নিত্য প্রয়োজন।
তার সাথে আবার গ্লানিকর
দ্রব্যের মূল্য আর তার উর্ধ্বগতি!
জীবন অতিষ্ঠ করে তুলেছে বর্তমান সময়।
যেন ঠিক ঘরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে প্রলয়!
এখুনি সবকিছু ধ্বংস হয়ে যাবে
রক্ষা পাবে না কিছুই!
নিতুই অনাকাঙ্ক্ষিত এক অভিশাপ–
তার নাম নিয়তি।
সত্যিই বর্তমান সময়টা ভালো যাচ্ছে না।
জীবনের হিসাবের খাতাটা বের করতে হবে।
কোথাও একটা সূক্ষ্ম ভুল রয়েছে
যা ঠিক চাবুকের মতো বার বার এই
ক্ষত বিক্ষত বুকে আঘাত করছে!
এই তো! ক'দিন হলো
বাবার শরীরটা সুস্থ দেখছি!
মনে আশার আলো জাগে যে,
সবকিছু এবার হয়তো ঠিক হয়ে যাবে!
কিন্তু কালবৈশাখী ঝড়ের মতন আবার
সবকিছু লন্ডভন্ড করে দিলো নিয়তি!
বাবার অসুখটা তিনগুণ বেড়ে গেলো।
অক্সিজেনের বোতলটা শেষ হয়ে আসছে
আবার পকেটও ফাঁকা!
অক্সিজেন ছাড়া তো বাবা বাঁচবে না!
কি করবো কিছুই আসছে না মাথায়।
ঠিক তখনি যদি কেউ বলে উঠে,
"আমি তোমার কাছে টাকা পাই!
আমার টাকা কবে দিবে?"
প্রশ্নের উত্তরটা কিন্তু জানা নেই!
বর্তমান সময়টা সত্যিই খুব খারাপ যাচ্ছে।
বড় বোন রয়েছে।
যে কিনা আমার বাবার কাছে টাকা পাবে।
চমকের বিষয় বটে! কিন্তু সত্যি।
তখন যদি আবার আর একটা ঝড় উঠে!
বড় বোন টাকা চায়।
তাকে টাকা দিতে হবে!
মাথায় আর কিছু আসছে না।
সময়টা যদি অভিশপ্ত হয়ে থাকে!
তাহলে এর শেষ কোথায়?
এর শেষ কি তবে নেই?
বিষাক্ত পদার্থের মতো জ্বলে
যাচ্ছে দু'চোখ!
শান্তি খোঁজে অশান্তির বেড়া ভেঙে।
কিন্তু হিসেবের সেই ভুলটা
যেন একটা ফাঁসির দড়ি!
সেদিন রাতে স্বপ্ন দেখলাম,
সুখের দিন আসছে!
বর্তমান সময়কে পাশে বসিয়ে
আশার প্রদীপ জ্বালছি দিবসের পর দিবস।
কিন্তু সুখ আর আসে না।
বর্তমান সময়টা–
খুব একটা ভালো যাচ্ছে না।।