রক্তাক্ত রাজপথ কি কারবালার চেয়ে কম?
নাকি সেদিনের আকাশ করেছিলো আরো বেশি থমথম!
বায়ান্ন আজ ফিরে এলো–
জনতা আজ চোখ মেলো।
ঘুমিয়ে গেছো তোমরা ফের! জাগো তোমরা জাগো!
পিশাচ যতো রক্ত খেকো তোমরা সবাই ভাগো–
জাগো জনতা জাগো!
ভুলে গেলে সেদিন হুসাইন দিয়েছে রক্ত!
বৃথাই কি ভাই ভুবন জুড়ে তাহার এতো ভক্ত?
হুসাইন দিয়েছে রক্ত!

চাঙ্গা করতে ঈমান আজি দাঙ্গা বাঁধাও খুব
স্মরিতে তাই আশুরায় সবাই দাও ডুব।

শহীদ হতে শিখেছি মোরা শহীদ হবো মরে
অধিকার আজ ছিনিয়ে নেবো মরণ লড়াই লড়ে।
বায়ান্ন ছেষট্টি ঊনসত্তর একাত্তরের পরে,
নতুন করে লিখবো বিধান এই চব্বিশের ঘরে।
আশুরার তীব্রতায় বাংলা আবার লাল
জালিমের বুক চিঁড়ে এবার আসিবে নতুন সকাল।
বৃথা যাবে না হুসাইনের জীবন, বৃথা যাবে না এই শহীদ গাজির রক্ত!
মিথ্যা পাবে না ছাড়! ধরায় রইবে শুধুই সত্য।
ছলনা ওরা করেছে সেদিন! ছলনা করে আজ,
ভীরুর জাতি ছলনা ছাড়া কি করিবে রাজ?
হাসিতে হাসিতে জীবন গেলো ফাঁসির কাষ্ঠে ঝুলে
সেই শহীদের বদলা নিতে তলোয়ার নে তুলে!
এই খুন খারাবির নেই'কো হিসেব, মোরাই গাজি বীর
অধিকার আদায়ে সোচ্চার রই উন্নত করে শির!