রক্তক্ষরণ ও চাপা দীর্ঘশ্বাসে
জীবনের শেষ বিশ্বাসে,
দাঁড়িয়ে আছি হঠাৎ কোনো
ম্যাজিক হবে এই আশায়!
কোথাও কেউ নেই—
থমথমে পরিবেশ দৃষ্টি যতদূর দেই,
শেয়াল কুকুরের লাশ
হাহুতাশ শুধু বুক ভাসায়।
স্বজন প্রীতি ভেঙে গেছে
কেউ আর নেই বেঁচে
কোথায় সুখের মহাপ্লাবণ!
দুঃস্বপ্নের মতো আজ।
হাতছানি দেয় সভ্যতাকে
তার ভিতরেই যেন মহোল্লাস থাকে!
আমাকে ডাকে আর কয়,
'আজ জীবনের সাঁঝ!'
ভুলেছি আর ভাবনা নেই
রক্ত রাঙা এই হাতেই–
রেখে এসেছি তাকে
পর করে দিয়ে চিরতরে।
তারাও নেই পাশে,
যেন দূর দেশে কাকে ভালোবাসে!
ফাঁকি দিয়ে চললো একা
আমাকে রেখে ঘরে।
বিষাদ জীবন তিক্ত রসে
মাতিলো এ কোন আফসোসে!
ফরিয়াদ করি বারেবারে কেঁদে
কেউ শোনে না আর –
গান গাওয়া সেই পাখিটি
বুঁজলো যে তার আঁখিটি
সন্ধ্যা নামে নদীর পাড়ে
বুক ফাটে তার এই হাহাকার।