বিদ্রোহ! সে তো জ্বলবেই
যুগে যুগে অত্যাচারীর শির উন্নত যেই!
আমরা বিদ্রোহী রণ-ময়দানে
কাগজ কলমের যুগ শেষ। আয় তেগ কৃপাণে!
যতো পঁচা দুর্গন্ধ আজ
আমাদেরি পিষে করছে রাজ!
যুগের গ্লানি ফিরে আসে!
আত্মত্যাগের মহাবীর আর তাহাদেরি গ্রাসে!
তবে কোথায় সেই নৃশংস?
নিঃশ্বাসে উদগিরণ আর ধ্বংস!
সাবাস দিবে রুদ্র কাল–
দুহাত বাড়ায়ে দানিবে হাল।
উল্কার শিখা মশালে করে
আনবে প্রলয় ডরের ঘরে।
এই সেই নৃশংস!
ভয় কি আজ! আমরাই দরাজ অংস।
ধরি আসমান জমিনে ধ্বজা,
কেয়ামত! সে তো আমাদেরি প্রাণের স্বজা!
বিদ্রোহের আগুন জ্বলিবে। সাবধান রাজা! হুশিয়ার!
টলিবে সিংহাসন তোমার!
পতন হইবে অত্যাচারীর–
শির উন্নত রবে বিদ্রোহীর!!