আমাকে হারিয়ে ফেলেছো!
খুঁজে দেখো কোনো ব্যস্ত শহরের স্তব্ধ
ওভারব্রিজের উপরে।
বিষাদের ছায়া ঢাকা বিষন্ন রাতের আদরে
উপচে পড়া ভীড়ে।
খুঁজে দেখো আমাকে সেখানে।
হাজার স্বপ্ন নীলের স্বচ্ছ বেড়া ভেঙে
দুঃস্বপ্নগুলোকে ছুটি দিলাম।
কবিতার খাতা ছিঁড়ে গেছে বলেই
আমিও চললাম তবে –
যদি খুঁজে পাও অচেনা শত ব্যস্ততার মাঝে
অলিখিত কবিতার দুটি লাইন!
তবে আমাকেও জড়িয়ে নিও তোমার বুকে
খুঁজে নিও স্তব্ধতার গানে,
খুঁজে নিও ব্যস্ততার মানে দূরে ঠেলে!