আজন্ম ভালোবাসি তোমায়।
আকাশে চাঁদ, নির্মল সমীরণ,
আজন্ম ভালোবাসি তোমায়–
দুঃখ সাগর ঢেউ, ঝলমল কিরণ!
তুমি কি আমায় হীনা
ঠিক আগের মতোই বিকেলগুলো হলে,
হাঁটতে বেড়োও আগের মতোই
মিথ্যে বাহানার ছলে?
বাবাকে দিয়ে ফাঁকি, মায়ের আঁখি
ভাইয়ের কড়া শাসন!
আজও কি তোমায় পারেনি বাঁধতে
দূরন্ত তোমার মন,
আজও কি ছুটে চলে দিগন্তে
নীলিমার হাতছানি, মেঘের ভেলায় ভাসে!
আজও কি তোমার ত্রস্ত হৃদয়ে
আমার কথা আসে?
আজন্ম ভালোবাসি তোমায়,
আমি তো ভুলিনি আজও!
আজও কি তুমি আমায় ভেবে
আয়নার সামনে সাজো?
আজন্ম ভালোবাসি তোমায়
প্রাণের প্রিয় তুমি ওগো শুধু-ই,
আজও তোমার পথ চেয়ে
রাতের আকাশ, নীলচে তারা ছুঁই!