বহুযুগের ওপাড় হতেঃ  

বহুদিন পর কবিতার  আসরে এসে নিজেকেই  চিনতে পারছি না। অনেক পরিবর্তন হয়ে গেছে দেখছি! পাতার ডানপাশের মেন্যুতে কবিতা প্রকাশ করুন অপশন না পেয়ে খুব বিপন্ন বোধ করলাম। তবে কি আর লেখা প্রকাশ করতে পারবো না? ...... অবশেষে অনেক খুঁজে খুঁজে পেলাম। ওঁম শান্তি।


বহুদিন পড়ে এসে দেখছি, আলোচনাসভাও বেশ জমজমাট হয়ে উঠেছে। ভালই লাগছে দেখতে। কবিতার সংখ্যাও ক্রমাগত বেড়েই চলেছে।

কবিতা - শিল্প প্রসঙ্গঃ  

কবিতা হচ্ছে কবির আবেগ-অনুভূতির সার্থক বিনির্মাণ। আর যেকোন ধরনের নির্মাণ বা উৎপাদন অবশ্যই শিল্প শ্রেণীভুক্ত।   একটা সৌন্দর্যকে, একটা ভালোলাগাকে, একটা প্রতিবাদকে, একটা ঘৃণাকে, আবেগ এবং অনুভুতিকে শব্দের ছকে ফেলে তাকে অবয়ব দেওয়াটাই হচ্ছে কবিতা।
কবির আবেগকে যদি কাঁচামাল ধরা যায়, তাহলে কবিতা হচ্ছে উৎপাদিত পণ্য। তাই কবিতাকে অবশ্যই শিল্প বলা যায়।

তবে কবিতার ক্ষেত্রে শিল্প শব্দটাকে বিশেষ্য হিসাবে না নিয়ে গুনবাচক বিশেষণ হিসাবে নিন, তাহলে আর একে পণ্য মনে হবে না। কবিতাটি শৈল্পিক বা কবিতাটি শিল্পমান উত্তীর্ণ এভাবে বললেই ল্যাঠা চুকে যায়।  


রনি সাহা, আশাকরি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। :)