জনাব এডমিন, https://banglakobita.space এর ব্যাপারে জানতে চাই। DCMA - Digital Millennium Copyright Act এটাই বা কি? এগুলো কি বাংলাকবিতার নিজস্ব সিকিউরিটি সিস্টেম?
আলোচনা সভায় কবিতাচুরি সংক্রান্ত পোস্টগুলো দেখে নিজের কবিতাগুলো মুছে দিলাম। তারপর সার্চ দিয়ে দেখি https://banglakobita.space এ lyrics হিসাবে আমার চারটি কবিতা যুক্ত করা হয়েছে। সেখানে বাংলার পাশাপাশি ইংরেজীতেও কবিতাগুলি দেখা যাচ্ছে।
এটা যদি বাংলাকবিতার সিকিউরিটি সিস্টেম হয়, তাহলে তো আমার প্রকাশিত সব কবিতারই কপিরাইট থাকা উচিত ছিল, অথচ সেখানে শুধু ৪ টি কবিতা কেন অন্তর্ভুক্ত হয়েছে?