মানুষ যখন ফিরছে ছন্দে অনেক গুলো মাস, দিনের পর
ভয় ভরসা কোনটাই পারছে না রাখতে আটক ঘরের ভিতর
ঠিক তখনি হচ্ছে প্রচার ‘এক্স’ নামে আসছে আর এক ভয়ঙ্কর
সত্যি কি তাই ! নাকি চলছে জীবন নিয়ে অন্য খেলা নিরন্তর।
বিজ্ঞানীরা নাম দিয়েছেন ‘এক্স’, গোত্রে সে নয় পরিচিত, ধারণা সবার
কেউ বা বোলছেন ‘এবোলার’ থেকে শক্তি বেশী, বাড়তে পারে মৃত্যুহার
তেমন কোন তথ্য নেই, মিডিয়া বলছে আফ্রিকার রেন ফরেস্টই উৎস তার
প্রশ্ন জাগে; হটাত এমন কি হল ! ভাইরাসের দল আসছে ধেয়ে বারবার ।
এটাও ভুল নয়, রোগ বালাই, ভাইরাস বা ব্যাক্টেরিয়ার সম্ভব নয় গ্রহান্তর
তবে কি লুকিয়ে আছে সম্ভবনা ‘থার্ড ল’ তেই, ভাবনা কি খুব অবান্তর !
নষ্ট পরিবেশ বহু ভাইরাসের আঁতুড় ঘর, মিথ নয়, সত্য সে চমৎকার
লোভের পরিণাম মৃত্যু, মানুষকেই সইতে হবে কৃত কর্মের ফলের ভার ।
সোনারপুর
০৪/০১/২০২১
বিঃদ্র ঃ এই 'এক্স' একটা নতুন ভাইরাস, এর এখনো কোন নাম করন হয় নি। ভাইরাস কুলে নতুন। বিজ্ঞানীদের অনুমান এটি আরো সাংঘাতিক। বলা হচ্ছে আফ্রিকার এবোলা ভাইরাসের চেয়েও সংক্রমণ দ্রুত গতির এবং তিন দিনেই সব শেষ।