আলোহীন তাবৎ দুনিয়ায় বেঁচে আছে লোভ, বাড়ে প্রতিপল
হিংসা ঘৃণা ছিলো আজো আছে, মানুষ মরছে এটাই সত্য
লোভের শিকার অসহায় মানুষ প্রতিপদেই সন্ত্রস্ত, মান্যগণ্যের ছল
আলোহীন তাবৎ দুনিয়ায় বেঁচে আছে লোভ বাড়ে প্রতিপল।
প্রতিপদে প্রতারণার জালে নাকাল মানুষ, অধরা কাঙ্খিত ফল
জীবদ্দশাতে ফোটে না হাসি, প্রতিদিনের বঞ্চনায় অন্তর জ্বলে নিত্য
আলোহীন তাবৎ দুনিয়ায় বেঁচে আছে লোভ, বাড়ে প্রতিপল
হিংসা ঘৃণা ছিলো আজো আছে, মানুষ মরছে এটাই সত্য ।
সোনারপুর
৩১/১২/২০২৩