হরেক মানুষ হরেক নীতি, কেউ তার বাইরে নয়
তুষের আগুন খুঁচিয়ে দিলে মন্দার বাজার গরম হয়
শান্তিতে কি চাহিদা বাড়ে? পাগলেও বোঝে সত্য নয়
মিথ্যা প্রচারে ফাঁসে জগত, সবই পণ্য বেচার অছিলায়।
যাদের হাতে খোঁচানি কাঠি, কাছে দূরে সব সমান
কাঠি হাতে ঝিমিয়ে থাকা কোন নীতিতেই নয় মানান
বাজার মন্দা, ভর্তি গুদাম, চেয়ারের বদনাম মনে সয়
মান মর্যাদা রাখতে গেলে, যুদ্ধ যুদ্ধ খেলাতে হয় ।
লক্ষ্মী লাভে ব্যবসাই শ্রেষ্ঠ সভ্য অসভ্য সব্বাই জানে
কলের চাকা রাখতে সচল, পড়ে থাপ্পড় কারো কানে
নীতি বিরুদ্ধ নয় এ কাজ, খুঁজলেও কেউ অন্য মানে
রাজনীতি পুষ্টি পায় জনগণ নয়, রাজ কারবারিদের দানে।
রাজনীতি থেকে রাষ্ট্রনীতি জ্বালানী একই, অর্থের যোগান
সংগ্রহে তার একই মন্ত্র সত্য চাপো, গেলেও কাটা কান
ক্ষমতাধরের মিথ্যা ভাষণ প্রচারে, মিডিয়ার বাড়ে সম্মান
আমজনতার বেকার কথায় কোথাও কেউ দেয় না মান।
ছড়িয়ে থাকা গরুর পাল, পাঁচন ওঠালেই এক জায়গায়
কারো পেটে থাকলেও খিদে সাধ্য কি তার ধুলো ওড়ায়
একটা গরু ডাক দিলে, পরস্পরের গা চেটেই গলা ফাটায়
করিশ্মা হয়ত একেই বলে, ভরা পেটে রাখাল জিরায়।
সোনারপুর
১৮/০৩/২০২২