শীত এসেছে দারুণ সাজে রঙিন টোপর পরে
ফুলে ফুলে রঙের বাহার ছাদের বাগান জুড়ে
টবে টবে ফুলের মেলা মন মাতানো হাসি
সকাল বিকেল পড়া সেরে ওদের কাছে আসি
গল্প করি ওদের সাথে মনের কথাও বলি
ওরাই এখন বন্ধু আমার জড়িয়ে রঙের নামাবলি
রোজ সকালে ঘুম ভেঙে যায় রস ওয়ালার হাঁকে
দেখি কলসি নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির গলির মুখে
হিম সকালে বেচতে আসে টাটকা খেঁজুর রস
গন্ধটা তার মিষ্টি এমন মন মানে না বস
একবছরে মাত্র দুমাস, শীত আসে খুশীর রথে চড়ে
হিম জড়ানো রোদ; মেলার মাঠ, থাকে হৃদয় জুড়ে।
সোনারপুর
৩০/০১/২০২২
বিঃদ্রঃ - কবিতাটি লকডাউন পরিস্থিতির কথা বিবেচনা করে শহর/আধা শহর
অঞ্চলের শিশুদের কথা মাথায় রেখে লেখা।