ইচ্ছে ঘোড়ার সাওয়ার হয়ে ছুটে বেড়াই দিক বিদিক
দিনে রাতে নেইকো ফারাক ছুটছি আকাশ পাতাল অন্তরিখ
ইচ্ছে হলে পেরোই নদী, দেশ মহাদেশ বরফ ঢাকা মেরু
তীব্র গতিতে ছুটিয়ে ঘোড়া খুঁজে বেড়াই স্বর্গ পথের শুরু
খুঁজে বেড়াই ভিন গ্রহের মাটির বুকে, মেলে যদি প্রাণ
আকাশ গঙ্গায় দিতে পাড়ি ভাসাই ভেলা তুচ্ছ করে জান
ছবি তুলে নকশা করে বুঝতে চাই আছে কোথায় কতটুকু জমি
কার মাটিতে মিশে আছে ধাতুর পাহাড়, কোন সময়ের মমি।
ইচ্ছে ঘোড়ার বাড়াতে গতি, পরীক্ষা নিরীক্ষা চলছে জগত জুড়ে
জীবাশ্ম জ্বালানী সরিয়ে রেখে চলছে খোঁজ আলোক রশ্মি খুঁড়ে
শেষ নেই যার, সেই মহাতাপের অংশ খানিক করে দখল
মিটিয়ে দিতে শক্তির ঘাটতি, কমাতে নীল গ্রহের ধকল
হয়ত সে দিন নয় আর দূরে, পৌঁছে যাবে মানুষ ভিন্ন ছায়াপথে
আলোর গতির সমান তালে ছোটাবে ইচ্ছে ঘোড়া আলোক রশ্মির সাথে।
সোনারপুর
১৩/০৯/২০২১