কেষ্ট বসে লঙ্কা ডালে
গাইছে দেবীর গীত
মটকায় বায়ু ঘাটতি হলে
ভোলে মানুষের হিত
রাজার বেটার পালকি চলে
জড়েও গায় সঙ্গীত।

সোনারপুর
১৭/১২/২০২২