হে মানব, ধরো আমরা যাকে রাষ্ট্র বলি, যাদের বলি রাষ্ট্র নায়ক  
যাদের কথায় ভরসা রাখি, উঠি বসি, তারাই যদি হয় ঘাতক
যা কিছু সামনে আসে নিমরাজিতে মানতে হয়, থাকলেও মতান্তর
সমীক্ষা কিসের ! কাদের জন্য ! উত্তর মেলে না, প্রশ্নটাই যে অবান্তর
মানুষের ভালো নাকি অন্য কিছু ! কেউ জানে না, প্রচারে ভ্রষ্ট দিন
কে মরলো কারা মরলো, কর্পোরেট চিন্তা ভাবনায় নিতান্তই অর্থহীন
অর্থনীতির ট্যাঁকশালেতে মানবতা নামে শব্দ নেই, চলছে যা দুনিয়া জুড়ে
কার গবেষণাগারে কি হচ্ছে ! কার মদতে, যাবে না জানা মাথা খুঁড়ে।

উন্নতির স্বপ্নে সবাই মশগুল ! উন্নতি ঠিক কার ! হিসেব খুব গোলমেলে
মতান্তরে যুদ্ধ হয়, রসদ যোগায় কারা ? কারা মরে দুর্দশায়, কাদের চালে  
বিলিয়ন নয় ট্রিলিয়নেই দরপত্র, রক্ষীর ভূমিকায় যারাই ক্ষমতায় হেলে দুলে  
লগ্নীর পরিমান নির্দিষ্ট হয় গাণিতিক সূত্রে, উচ্চ শতাংশে মানব ধংস হলে  !
বিশ্ব জোড়া পরিকল্পনায় শরিকি বিবাদ ! তর্জার আসরে নেতা গায়ক মিডিয়া বাদক
লগ্নীর বাজারে মানুষই শ্রেষ্ঠ পণ্য, কালের পৃষ্ঠায় হবে লেখা কর্পোরেট সর্বাধিনায়ক।      

সোনারপুর
২৪/১১/২০২১