কে আছে কার ভরসায় বোঝা এখন সত্যি ভীষণ দায়
পেলে দেখি তুষ্ট সবাই অন্যথায় করে হায় হায়
ওড়া-উড়ি সাধন ভজন সকলের সুর একই রাগে বাঁধা
সবাই ভাবছে লিস্টিতে থাকবে কে সেটাই মস্ত ধাঁধা।
মানা মানির রকম ফেরে একই মুদ্রায় ভিন্ন মাত্রার পিঠ
ভাব দর্শনের বিপরীতে ভীষণ ফল ত্রাহি ত্রাহি নিট
আজব ধারার সমীকরণ যুক্তি তক্কে ভীষণ ভয়, বালাই শাঠ
বাঁশ সেগুনের বিচারে কি আসে যায় চার পায়াতেই খাট ।
বিদ্যেধরি বিদ্যজনের ব্যখ্যাতে বয় সদাই রঙিন ধুলোর ঝড়
কেউ বলেন ভাঙছে গুঁড়ি উড়লেও সেথায় শুকনো খড়
কেউ বা বলেন কালের কথা, ভিন্ন ভাবনায় মহামারী লাগায়
দড়িই হোক বা শাড়ীর আঁচল দুয়েই ফাঁসে ঝোলা যায়।
ভরসার ভাবনা যোজন দূরে দুঃসময়ে কেউই নেই পাশে
কু-কথার তর্জায় এগিয়ে সবাই কেবল চেয়ার বাঁচাবার আশে
শান্তিরক্ষক যখন শান্তি ভাঙে, ভাবটা সমাজ কল্যানের ত্বরে
রাজনৈতিক হিংসার বলি শহীদ হয়, মরলে মরুক বোড়ে ।
তোষণে কি উন্নয়ন ? নাকি ভাত ছড়িয়ে কাক ডাকা
ভবিষ্যতের খেলায় জিততে সমাজে পেশী শক্তির আসন পাকা !
তর্জার ঢোল তালে বেতালে ছোট বড় সুযোগে সবাই বাজায়
মানুষের মঙ্গলে সব্বাই মুখর, কার যজ্ঞে কে থাকবে ভরসায় ?
সোনারপুর
৮/০৪/২০২৩