হিংসার বিষে পৃথিবী বেসামাল, ফেলছে দীর্ঘশ্বাস
অচেনা বিপদে বিহ্বল মানুষ, সময় রুদ্ধশ্বাস
আতঙ্কের প্রহর নিয়েছে কেড়ে জীবনের আশ্বাস
প্রতিদিন বহুরূপীর অট্টহাসি, হিংসায় লালসায় বিশ্বত্রাস ।
হাজার প্রশ্নের ভিড়ে হয়ত প্রকৃত সত্য হারিয়ে যাবে
প্রমাণ মিলবে না কোথাও, চাটা-চাটিতেই সাফ হবে
মঞ্চে ফ্লুট কনসার্টের পর, দুটো ঘণ্টা পড়েছে সবে
সাজঘরে প্রস্তুত কুশীলব, হ্রেষা ধনিতে মঞ্চ কাঁপাবে ।
শত্রু মিত্র উপর উপর, বিনিয়োগে লাভ কে না চায় ?
নীতি একটাই বানিজ্যে কর, মানুষ গেলেও গোল্লায়
কানাকড়িও নেই মানুষের মূল্য, অবলা প্রাণের আছে যা
লক্ষ্য এক ও অভিন্ন , যা কিছু আছে চেটেপুটে খা ।
প্রত্যক্ষে যা আয় পরক্ষে তার সহস্রগুণ, প্রতিদিনের পণ্যে
কতটুকু তার ব্যায় হয় ; গড় সাধারণ মানুষের কল্যাণে
সংখ্যায় কারা বেশী, কাদের বদান্যতায় জমে ওঠে বাজার
অবান্তর প্রশ্ন ! ওঠেনি কখনো ? খুশীর লহরে দোলে চেয়ার।
জাতীয় বা বিজাতীয় যাইহোক, সর্ব ক্ষেত্রেই এক সুর
ক্ষমতার অক্ষের সাথে বানিজ্যের বোঝাপড়া চির মধুর
এখানে নেই মানবতা, নেই ধর্ম, আছে মুনাফার ব্লাক হোল
মাঠে-ঘাটে, সংসদে, আইনে যতই হোক কথা গোল গোল।
সোনারপুর
৩০/০৫/২১