গাঁটকাটা বলে আমি সৎ
চোর বলে আমি
ডাকাত বলে কর্মই ধর্ম
কর্মের নেই ডামি  
সাধু হেসে মনে মনে
বলে জানেন অন্তর্যামী।

সোনারপুর
৩১/৮/২০২২