কে যাসরে গোলাপ বাগে পরাণ রাইখা বাজী
কাঁটার আঁচড় খাবেই পরাণ ভরবে নারে সাজি
দেইখা শুইনা যতই চলিস তারে এড়ান নাহি যায়
ছাড়ান নাই তার কোন ভাবেই মন করলে হায় হায়
রূপের মাঝে রঙ্গ অনেক; বন্ধু যাইয়োরে সব বুঝে
কাঁটার জ্বালায় পাগল পারা প্রেম পাবি না খুঁজে
অকুলে তোর ভাসবে তরী ওরে সজাগ থাকিস মাঝি
যাইওনা বন্ধু গোলাপ বাগে পরাণ রাইখা বাজী।
কার চোখে যে কি খেলা সেতো বোঝা বড়োই দায়
কোন ছলনায় খেলছে কে খেলায় কাকে, আসে না চেতনায়
আসবে যাবে সময় তরী ভাসাইও না ঢেউয়ের মাথায়
মজলে নোনা পানির ছলনাতে জলাতঙ্ক দেহে ছড়ায়
তিন মাথাতে বসা মাঝির কথা শুইনো ভাবের সময়
কাঁচের টুকরার চমক বেশি আসলেই তা হীরা নয় ।
সোনারপুর
০১/০১/২০২৩