নির্বোধ হুজুগের খেয়ালে রুদ্ধদ্বার গবেষনায় শয়তানি সাফল্যের হাসি
মহাকাল করবে হরণ আগামি নিশিথে, থাকিস যতই সজাগ
সমাধির মাটি খুঁড়ে লাশ চিবাবে কুকুর, পচা লাশে হবি বাসি
নির্বোধ হুজুগের খেয়ালে রুদ্ধদ্বার গবেষনায় শয়তানি সাফল্যের হাসি
ফিরেও তাকাবে না কেহ, শকুনে খুবলে নেবে মোহগ্রস্থ চোখ
বলবে না কেহ আহা, শ্রদ্ধায় নত শিরে জ্বালাবে না একটাও চিরাগ
নির্বোধ হুজুগের খেয়ালে রুদ্ধদ্বার গবেষনায় শয়তানি সাফল্যের হাসি
মহাকাল করবে হরণ আগামি নিশিথে, থাকিস যতই সজাগ।
সোনারপুর
৩১/১২/২০২১