কোনটা কাজের ? বিদ্যালয় না উপাসনালয়
কোনটার সংখ্যা সবচেয়ে বেশী
অর্বাচীন প্রশ্নটা বার বার উঁকি দিয়ে যায়  
কোনটা পেলে মানুষ সবচেয়ে খুশী
অন্ধকার না আলো কোনটা আশা যোগায়
অকুল পাথারে হাতড়াই অহর্নিশি।

সোনারপুর
২২/০৮/২০২১