কই গেল কৈ মাছ কানে হেঁটে হেঁটে    
পিঠেতে শক্ত কাঁটা যেন লোহার শলা
ধরলে আনপড় হাতে, হবে ফালা ফালা
গাছে ওঠে কানে বেয়ে হেলা বা বেঁটে।  

আষাঢ়ে বর্ষা এলে খুশীতে সে হাঁটে
পাকা রাস্তা হোক বা পানি ভেজা মাঠে  
সৃষ্টির আনন্দে পানির উজান ভালোবাসে
ভর পেট ডিম গুলো কোথা ছেড়ে আসে ?

কানে তার খুব জোর সবুজের লেশ
হলুদ হলে বুকখানা স্বাদ হয় বেশ
পিপড়ের ডিমে তার রুচি খুব শুনি
পচা চিংড়ি পেলে গিলে নেয় তক্ষুনি।    

পেটে তার খুব খিদে করে ফুট-ফাট
অগভীর খালে বিলে খোঁজে শুধু চাট
ধান ক্ষেত ভালোবাসে করে ছঠফঠ    
বঁড়শির টোপ গিলে ওঠে পটাপট।    

কৈ কাটা ঝক্কি বেশ পারে না সবাই  
জ্যান্ত কাটতে গেলে হাত হয় জবাই      
কৈ এর ঝোল খেলে বাড়ে নাকি শক্তি
কারো কারো অপছন্দ খেতে বেশ আপত্তি।

সোনারপুর
১২/০৯/২০২২