দেশ হতে সে দেশান্তরে কোথায় খুঁজি তারে
নয় সে বাঁধা এক ভাষাতে রেখেছে যে অন্তরে
শত ভাষায় একই রুপে ছড়ায় আলো জগত জুড়ে
রয়েছে যে হৃদয় মাঝে সকাল সাঁঝে কোথায় খুঁজি তারে।
মা আম্মা মাদারে ভাই কোথায় কিসের তফাত
বোঝাতে আর বুঝতে বলো হয় কি কারো ব্যাঘাত
ভালোবাসা আর মহব্বতে সবাই মজি বন্ধু ফ্রেন্ড দোস্ততে
ভাই ব্রাদার তাম্বি পাজি আন্না সবই বুঝি এক অর্থতে।
বোন বহিন সিস্টার আপা সম্পর্ক কি হয় আলাদা
স্নেহের পরশ ভালোবাসায় পড়ে কি কোথাও ভাটা
একই অর্থ ভাষায় ভিন্ন জিজা জামাই দাদাবাবুর মানে
কোথাও কি তার ভিন্ন অর্থ জাগে কারো মনে ?
সংসারে হাঁড়ি পাতিল কড়াই হাতা খুন্তি স্পুন
একই সাথে থাকে তারা বাসনপত্রে, এটাই বড় গুন
ফুপা পিসি খালা মাসি আন্টি অর্থে সব একই মুন
নমক লবন সল্ট অর্থ তার একই শেষে বলি নুন।
আব্বা বাবা ফাদার ড্যাডি যে নামেই ডাকি তারে
অর্থ তার একটাই হয় যিনি মাথায় ছাতা ধরে
উচ্চারনে হলেও তফাত মহান তিনি সব সংসারে
নয় সে বাঁধা এক ভাষাতে রেখেছে যে অন্তরে ।
সোনারপুর
১১/১১/২০২৪