এ কেমন বিশৃঙ্খলা, মনের কথা যাবে না বলা  
সত্য লুকাতে করতে হবে হাজার রকম ছলা কলা
উত্তরাধিকারের বোঝা বয়ে যতই বাঁকুক শিরদাঁড়া
শূন্য উদাস দৃষ্টিতে দেখেও জগত, বলব বাহ রঙে ভরা !  

রোদে থেকেও বলা যাবে না স্নিগ্ধ শীতল ছায়ার কথা  
বলতে গেলেই হা রে রে, তেড়ে আসে পাকা মাথা
ঢেউয়ের দোলায় ডুবেছ নাও তবুও পঙ্গু মাঝি নির্বিকার
মুক্ত মনা কেহ এগিয়ে গেলেই হাঁকছে মাঝি খবরদার ।

ইতিহাসের ধুলো ঘেঁটে দেখছে খোয়াব সন্ধ্যা বেলায়  
ভাবছে বসে ফিরবে দিন, আসছে দিনের নাগর দোলায়
সাগর শুকিয়ে নালা হল, জল বিনে তায় শুধুই পাঁক
বৃদ্ধ কোলা সেখান থেকেই গর্জে উঠে মারছে হাঁক।

জমছে ধুলো সব ঘরেতেই, ঝাড়ার জন্যেও নেই কেহই
নীতির আচার রস হারালে, কাজ করেনা কোন ব্যখ্যাই
উপর থেকে যায় কি বোঝা নিচের তলার কেমন হাল
স্রোতের সাথে গা মিলিয়ে বাঁচার চেষ্টা, বাঁচিয়ে ছাল।

থাকতে সময় কেউ ভাবেনি, সময় থাকে না এক রকম
দিবারাত্র হাজার কথার ঝড় উড়িয়ে হয়েছে বকম বকম
আজকে যখন দরজা খোলা, নেই কোথাও দক্ষ মানুষ
কে ধরবে নাওয়ের হাল, ঠেকায় পড়ে ফিরছে হুঁশ !

নীতি মালায় বিকেন্দ্রীকরণ, চেয়ার রাখতে উল্টো ধরণ
হুকুম ছাড়া ভাবনা নয়, গোঁয়ারে আস্থা নতুনে বারণ
দিন বদলায় মন বদলায়, বদলেছে দুনিয়া জোড়া চাহিদা
নতুন ভাবনায় দিয়ে তালা, অচল নীতিতেই আস্থা সর্বদা !      

সোনারপুর
০১/০৮/২০২১