শত্রু চেনা কঠিন নয়
মিত্রর থেকে সোজা
জীবন জুড়েই মিত্র হয়
তবুও চলে খোঁজা
মিললে মন আজীবন রয়
ফকির কিমবা রাজা।

সোনারপুর
১৯/৫/২১