নকশী কাঁথার হাজার ফোঁড়ে
কিছুই নয় ছন্দহীন
নানা ভাবনার ওঠা পড়ায়  
স্বপ্নরা সদাই রঙিন
ফোঁড়ে ফোঁড়েই মেলে পথ  
জীবন নয় দিশাহীন।  

সোনারপুর
০১/০৮/২০২১