শিক্ষা চুলোয়, স্বাস্থ্য জাহান্নামে, বাঁচে মানুষ আফিম আর ভিক্ষান্নে  
সুগভীর চক্রান্তের জালে জড়িয়ে জীবন, সংশয় জাগে না মনে !
জানি প্রাণহীন দেহে থাকে না বোধ, স-প্রান থেকেও যাচ্ছে বাদ  
আফিমের নেশায় হয়ে বুঁদ, প্রকৃতির দেওয়া মস্তিস্ক হচ্ছে বরবাদ ।  

হাজার হাজার বছর ধরে যে খেলা চলছে, বোঝনি চালায় কারা  
আফিমের কূপেই কাটাবে জীবন, হবে না শুরু আলোয় ফেরা !  
আগুন জ্বালো প্রতিটি আফিমের ক্ষেতে, ছাই করে দাও সব গুদাম  
সেই ছাই থেকেই হোক আলোর সুচনা,  যা দেবে প্রাণের দাম।          

বিশ্বাস জাগুক পৃথিবীর মাটি জল বাতাসে, অস্তিত্বহীন সংকল্পে নয়
যারা বলে পরপারের কথা, অজুহাতে যেতে চায় না তারা, পায় ভয়      
ভোগ লালসার স্বার্থে আফিমের নেশা ধরিয়ে, বাদশাহী দিন কাটায়
বিভেদের জালে নিত্য আলাদা করে, মানুষের মঙ্গলের নেয় না দায়।  

নেশাহীন চোখে তাকিয়ে দেখো, পৃথিবীটা কত সুন্দর, পবিত্র মাটি
প্রতিটি প্রাণেই সুপ্ত ভালবাসার বীজ, প্রাণহীন বিশ্বাসের চেয়ে খাঁটি
এসো মিলি সবে চেতনার আলোয়, মুছে দিই সহস্র শতাব্দীর গ্লানি
মানুষ হই; জন্মে নয় প্রকৃত শিক্ষায়, মানবতাই হোক সভ্য মনের খনি।  

সোনারপুর
২০/০৮/২০২১