আর কতকাল জেগে ঘুমাবে ভাই !  জাগো মেরুদন্ড সোজা করে
একবার দ্যাখো তোমার সব ন্যায্য প্রাপ্য কোথায় যাছে উড়ে  
কারা এই লুটের ভাগীদার, কারা তোমায় পঙ্গু করছে কিছু ভিক্ষা ছুড়ে  
তুমি ঠকছ, ঠকানো হচ্ছে নিরন্তর তোমার শ্রমের অধিকার কেড়ে।

তোমার মেধা, মানব সত্তা সব লুট হয়ে যায়, তবুও থাকবে নির্বিকার
চোখ খুলে দেখবে না ভাই,   চাইবে না ফিরে নাগরিক অধিকার !
মৌনতার অর্থ মেনে নেওয়া, এবার মৌনতা ভেঙে হও সোচ্চার
তোমার লড়াই তোমাকেই  লড়তে হবে, জিততে হবে কর অঙ্গীকার।  
  
ভাষণে মিটবে না পেটের জ্বালা, সমাজ সংসারে জ্বলবে না আলো  
গুটিকয় স্বার্থান্বেষী শয়তান;  কথার জাদুতে কুক্ষিগত করে সব ভালো
দুঃখের দিন আর কতকাল গুনবে ? চোখবুজে চেতনায় দিয়ে তালা    
জীবন কাটাবে কি এখনো নিশ্চিন্তে ? পরে চেনা ভাগাড়ের বাসি মালা !  

দিন বদলায়, রং বদলায়, শয়তানের ছল বদলায় না, ভুলিয়ে রাখে কথায়
কার ফসল কে তুলে নিয়ে যায় রং মেখে, খুঁজে দেখতে হবে তোমায়
অধিকার কোন দান নয়, প্রত্যেক নাগরিকের যোগ্যতার মাপে মাপা সম্মান
মাটির প্রতিটি কণায় মিশে আছে তোমার পুর্ব পুরুষের ঘাম-রক্তের মান।  

জাগো জাগো নতুন দিনের তরুন প্রহরী, ভাবার সময় এসেছে দ্বারে
ছল চাতুরীর নাস্তা পানীয়ে বেঘোর হয়ে সরায়ে রেখো না তারে
মজলিশি গীতের সুরের সুরায় ভেসে যাও যদি, হবে না লক্ষ্য পূরণ
ছুড়ে দেওয়া টুকরো রুটি অসংখ্য হাতের পেষণে হবেই ধুলোর মতন।

চেতনার তালা ভেঙে সম্মুখে তাকাও এবার, সময় গেলে সব ধূসর
কেউ থাকবে না পাশে, বাড়িয়ে দেবে না হাত, স্বপ্নের শূন্য বাসর  
ময়না তদন্তে ও মিলবে না কিছুই, সৌজন্যে কোন সে শক্তিধর
তোমার লড়াই তোমাকেই লড়তে হবে, পাবে না সুহৃদ মাতব্বর।    

সোনারপুর
১৪/০৯/২০২৩