পক্ষে থাকলে, হাত তুললে, সব অপরাধে মেলে ছাড়
কোন অঙ্কেই ভুল নেই, হীরের টুকরোর মূল্য দেদার
আতস কাঁচও শক্তি হারায়, দোষ খোঁজে হিম্মত কার
মানুষের আস্থায় মানুষ অনিশ্চিত, যুগতীর্ন নাটক বারবার।
মুক্ত বিহঙ্গ মেলে পাখা নামাবলী জড়িয়ে হয় সামাজিক
সব জেনেও মানুষ নির্বিকার, ভাবনাতে আসে বদলের ম্যাজিক
সঠিক বেঠিকের বোধ হারিয়ে ভাব দর্শনের পাঠশালায় আস্তিক
বিশেষ বিশেষ অর্চনার দাক্ষিণ্যে সাধু শংসাপত্রে ধন্য নাস্তিক।
যত ভাগ ততই লাভ, ইচ্ছে পুরনের সিঁড়ির বাড়ে ধাপ
ছাতার তলে অভয় মেলে, পুণ্যের স্রোতে ঢাকা পড়ে পাপ
আইন আদালত শাসন, সমাজ বিত্ত বিশিষ্টের নেই ভিন্ন রূপ
অবস্থান বদলালেই মোক্ষ মেলে, খুন ধর্ষণের সাজাও মকুব।
সোনারপুর
১৩/৭/২০২১