ছলনার মূল্য খুঁজে বৃথাই জীবন পাত
তারচেয়ে অনেক ভালো হয় যদি সংঘাত
কথার তোড়ে মান গেলে থাকল কি বাকি
শূন্যই থাকে জীবন পেয়ালা ভরে না সাকি  
যত্নে গড়া ভালবাসার বাসা ভাঙে ছলনার শূলে    
ঋণ চোকাতে সময় শেষ আসে না অনুকুলে।

সোনারপুর
২৬/০৯/২০২২