চোখে মুখে বিরহের ভাব  
মন আছে তালে
জল সরিয়ে মাপে জল
মনের খালে বিলে
বুঝে নিয়েই মারে ঝাঁপ
নতুন তুলতে জালে।

সোনারপুর
৭/৮/২১